নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজি প্রতি ৩৫-৩৬ টাকা আর ভারতীয় পেঁয়াজ ২৪-২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত কয়েক দিনের তুলনায় কেজিতে ৩ থেকে ৪ টাকা বেশি। তিনদিন আগে ভারতীয় পেঁয়াজের দাম ছিল ২২-২৪ টাকা।
মূলত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত কয়েকদিনের তুলনায় পেঁয়াজ আমদানি কিছুটা কমেছে। এ কারণে দাম বেড়েছে।
হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের তথ্যমতে, ১৯ সেপ্টেম্বর ভারত থেকে ২১টি ট্রাকে ৫৮৬ টন, ২০ সেপ্টেম্বর ১৭ ট্রাকে ৪৬৪ টন এবং ২১ সেপ্টেম্বর ৯ ট্রাকে ২৫৪ টন পেঁয়াজ আমদানি করা হয়।
হিলি আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারতের বাজারে পেঁয়াজের বর্তমান যে দাম রয়েছে, সে টাকায় কিনে বাংলাদেশে আমদানির সময় খরচ বেড়ে যাচ্ছে। তাই আমদানিও কিছুটা কমে গেছে। ফলে বাজারে একটু দাম বেড়েছে। আমদানি স্বাভাবিক হলে আবারও বাজার নিয়ন্ত্রণে আসবে।
সান নিউজ/ এমবি