নিজস্ব প্রতিবেদকঃ করোনার ভয়াল থাবায় প্রায় দেড় বছর ধরে নানামুখী সঙ্কটের সম্মুখীন সমগ্র বিশ্ব। জনজীবন, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, যোগযোগ ব্যবস্থা সবকিছুতেই আমূল পরিবর্তন এসেছে। আর সে পরিবর্তন থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে দেশের অর্থনীতি। প্রতিষ্ঠানগুলোতে জমে উঠেছে বেচাকেনা, প্রবৃদ্ধিতে ফিরেছে রপ্তানি আয়। দিনরাত খেটেও মুখে হাসি ফিরেছে শ্রমজীবী মানুষের।
বিশেষজ্ঞরা মনে করছেন, করণাকালীন সময়ে যারা চাকরি হারিয়েছে তাদের কাজে ফেরানো আর নতুনদের জন্য কর্মসংস্থান তৈরি এখন বড় চ্যালেঞ্জ। তবে ব্যবসায়ীরা এজন্য তাকিয়ে আছেন বাড়তি ব্যাংক ঋনের দিকে।
করোনাকালীন সময়ে লকডাউন থাকা অবস্থায় কাজ বন্ধ থাকায় প্রায় সব শ্রমিককেই ধারদেনা করে চলেছে। সেই ঋণ শোধ করতে সকাল থেকে রাত অবধি পরিশ্রমের কমতি নেই এই শ্রমিকদের। তারা বলেছেন, লকডাউনের দিনে আর ফিরতে চায় না তারা।
ব্যবসায়ীরাও তাদের কাজকর্মে ব্যস্ত রয়েছেন। কারণ ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হয়ে যাওয়ায় নতুন নতুন অর্ডার আসছে। তবে এই সময়ে প্রধান বাধার নাম, পুঁজির অভাব।
এদিকে আগস্ট শেষে মোট রপ্তানি হয়েছে ৩৩৮ কোটি ডলার। যা তার আগের বছরের একই মাসের তুলনায় ১৪ শতাংশ বেশি।
সান নিউজ/এমএইচ