নিজস্ব প্রতিবেদক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি ভর্তুকি মূল্যে রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ বিক্রি করবে। শনিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজের কেজি ৩০ টাকা রাখা হবে। একজন ক্রেতা দুই কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন। ৩শ থেকে ৬শ কেজি ভারতীয় পেঁয়াজ প্রতি ট্রাকের জন্য বরাদ্দ দেওয়া হবে।
সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবীর বলেন, টিসিবি দুই বছর ধরে ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে। স্থানীয় বাজারে দামের ঊর্ধ্বগতি ঠেকাতে টিসিবি প্রতিবছর সেপ্টেম্বর থেকে ট্রাকে পণ্য বিক্রি কর্মসূচিতে পেঁয়াজ যুক্ত করে।
টিসিবির দেওয়া বাজারদর অনুযায়ী, শনিবার রাজধানীর বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা ভারতের পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।
সাননিউজ/এমআর