নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে মূল্যসূচক কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের লেনদেনেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) শেয়ারবাজারের দুই খাত ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার বেলা এগারোটা ২০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১২৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস ৩০ সূচকে ৩ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬০৮ ও ১৫৫১ পয়েন্টে।
একইসাথে কোম্পানির শেয়ার লেনদেনে দরবৃদ্ধি পেয়েছে ১৪০টি কোম্পানির ও দর কমেছে ১৭৭টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির।
অন্যদিকে (সিএসই)'র সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪ পয়েন্ট। বর্তমানে সূচকটির অবস্থান ২০ হাজার ৮৫৩ পয়েন্টে।
সান নিউজ/এফএইচপি