নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: গত পাঁচ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পাঁচদিন আগে যে পেঁয়াজের খুচরা বাজার ছিলো ৩০ টাকা কেজি। আজ সেই পেঁয়াজ ব্যবসায়ীরা খুচরা বিক্রি করছেন ২৬ টাকা কেজি দরে। পাঁচ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা। এছাড়া প্রতিকেজি পেঁয়াজ পাইকারি ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান জানান, গত শনিবার থেকে বন্দরে বেশি করে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ফলে দামও কমতে শুরু করেছে।
সান নিউজ/ এমবি