নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: প্রায় এক বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে নন বাশমতি চাল আমদানি শুরু হয়েছে। এতে আগামী ২-১ দিনের মধ্যে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ভারত থেকে চালবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। হিলির ঋত্তিক এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালগুলো আমদানি করেছে।
হিলি বন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দেশের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারক ৫৬ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানির অনুমতি পেয়েছেন। চাল আমদানির জন্য ইমপোর্ট পারমিশন পেয়ে এলসি খুলছেন আমদানিকারকরা। আজ দুপুরে ২৮ মেট্রিক টন চাল আমদানি করেছে ঋত্তিক এন্টারপ্রাইজ।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, ‘আমদানিকারকরা ২৫ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি শুরু করেছেন। আজ ২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শুল্কায়ন করা মাত্রই আমরা চালগুলো খালাসের অনুমতি দিয়ে দিচ্ছি।’
সান নিউজ/ এমবি