বাণিজ্য

পেট্রোবাংলা-তিতাসের ২০ জনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ তিতাস-পেট্রোবাংলার ২০ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ আগস্ট) এক নোটিশে ৫ থেকে ৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাদের সময় দেয়া হয়েছে।

যাদের বক্তব্য গ্রহণ করা হবে তারা হলেন- সিনিয়র সুপারভাইজার হারুণ আল রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, বিবিএ সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র বিক্রয় প্রতিনিধি ফারুক আহম্মেদ, সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার মোর্শেদ, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক মো. আবদুল মান্নান, পার্সোনাল শাখার ব্যবস্থাপক হাসিবুর রহমান, কোম্পানি সচিব (মহাব্যবস্থাপক) মাহমুদুর রব ও করোশন কন্ট্রোল শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান।

এছাড়া- মহরম আলী, মইনুল মোস্তাক, মো. আইয়ুব খান চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন, মো. আবু সাইদ, মো. মফিজ ও মো. মানিক মিয়ার নাম রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, এরই মধ্যে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এ অভিযোগের অনুসন্ধানে মোট ১০ কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য গ্রহণ করা হয়েছে।

বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে বলে জানা যায়। সেসব জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বাকী ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য প্রদানের জন্য নোটিশ দেন তদন্ত কর্মকর্তা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা