নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: টানা বৃষ্টির কারণে হঠাৎ করেই কুষ্টিয়ায় কাঁচা মরিচের ঝাল বেড়েছে। গত তিনদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল মাত্র ৬০ টাকা। বর্তমনে তা বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি দরে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার পৌর, রাজারহাট, চৌড়হাস, সাদ্দাম ও মঙ্গলবাড়ীয়া কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম বাড়ার কারণে ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে।
মূলত ঈদের পর থেকেই টানা বৃষ্টি। যার কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। বিশেষ করে গত ৩-৪ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০-১০০ টাকা বেড়েছে। সামনের দিকে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
খুচরা বিক্রেতাদের দাবি, কয়েক দিন টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বাড়ছে। বেশি দামে কেনার কারণে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
শনিবার কুষ্টিয়ার পৌর বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকায়। এর দেড় কিলোমিটার দূরে অবস্থিত সাদ্দাম বাজারে তা বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অজুহাতে ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/ এমবি