নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : দাম বাড়ছে কাঁচামরিচের। খুচরা বাজারে ৫০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। মণ প্রতি বেড়েছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা।
শুক্রবার (৬ আগস্ট) ফরিদপুর উপজেলায় এ চিত্র দেখা গেছে।
ফরিদপুর মরিচের জন্য বিখ্যাত হলেও সরেজমিনে দেখা যায়, মধুখালী উপজেলার হাটবাজার থেকে প্রতিদিন ঢাকা, খুলনা ও বরিশালসহ বেশ কয়েকটি এলাকায় মরিচ সরবরাহ করেন ব্যবসায়ীরা। মধুখালীতে গত সোমবার হাটে প্রতি মণ মরিচ পাইকারি দুই হাজার টাকা, মঙ্গলবার সেটি বেড়ে দুই হাজার ৮০০ এবং বুধবার মধুখালী সদর মরিচ হাটে কাঁচামরিচের মণ পাঁচ হাজার ৮০০ টাকায় কেনেন ব্যবসায়ীরা।
মেকচামী ইউনিয়নের বামুনদী গ্রামের মরিচ চাষি উত্তম কুমার রায় জানায়, কয়েকদিন আগে মরিচের দাম অনেক কম ছিলো। এতে চাষের খরচ ওঠা নিয়ে চিন্তায় ছিলাম। গত দুই দিনে মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে।
মধুখালী মরিচ বাজারের আড়ৎদার মো. আতিয়ার রহমান মোল্যা বলেন, ‘দুই হাজার টাকা মণের মরিচ শুক্রবার কিনেতে হলো পাঁচ হাজার ৮০০ টাকায়।’
এ ব্যাপারে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলিভির রহমান বলেন, ‘মানিকগঞ্জসহ বেশ কয়েকটি এলাকার মরিচ শেষ হয়েছে। আর মধুখালী উপজেলা কিছু মরিচ অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।’
এ বছর মধুখালী উপজেলায় দুই হাজার ৬৪০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। গত বছর এ উপজেলায় দুই হাজার ৬৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছিলো বলেও জানা তিনি।’
সান নিউজ/এসএ