নিজস্ব প্রতিবেদক:
গরম মসলার দাম ১০-থেকে ২৫ ভাগ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি।
আজ (১৩ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সাথে ব্যবসায়ী সমিতির ৬ সদস্যের প্রতিনিধি দল এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।
বৈঠকে ব্যবসায়ী সমিতি গরম মসলার মূল্য তালিকা ঘোষণা করেন। মূল্য তালিকা হলো- জিরা প্রতি কেজি ৩০০-৩৪০ টাকা, দারচিনি ৩১০-৩৩০ টাকা, দারচিনি (ভিয়েতনাম)৩৫০-৩৭০ টাকা, লবঙ্গ ৬৮০-৭২০ টাকা, এলাচ ২৮০০-৩২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫০-৫৮০ টাকা, গোলমরিচ (কাল) ৩৬০-৩৮০ টাকা।
ঘোষিত এই মূল্য তালিকায় স্বাক্ষর করেন বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি সভাপতি মো. এনায়েত উল্লাহ ও সমিতির মহাসচিব মো. আতিকুল হক।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনায় বৈঠক অনুষ্ঠিত হয়। ঈদকে সামনে রেখে নিত্য পণ্যের পাশাপাশি মসলার মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে একমত পোষণ করে সকলে।