নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় বুধবার (৪ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান। পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রী ব্যাংকের সিদ্ধান্তে রোববারও (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন গত ২৮ জুলাই এক নির্দেশনা জারি করে। এতে বলা হয়, ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে। ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। ওই সময়ের পর লেনদেন হবে না, তবে আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
বিধিনিষেধের সময় ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে ১৩ জুলাই জারি করা অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, মহামারি পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
আরও বলা হয়- ২, ৩ ও ৫ আগস্ট (সোম, মঙ্গল ও বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
সাননিউজ/এমআর