নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সেচেঞ্জ কমিশনের উদ্যোগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত রোড শোতে অংশ নিয়েছে ‘গ্লোব সিকিউরিটিজ লিমিটেড’।
২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ৭ দিনব্যাপী ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক রোডশোটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস এ্যাঞ্জেলেস ও সিলিকন ভ্যালিতে।
রোডশোতে গ্লোব সিকিউরিটিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. ফজলে সাদি উপস্থিত ছিলেন।
সেখানে এক সেমিনারে জানানো হয়, নিউইয়র্ক এবং লস এঞ্জেলেসে উভয়ই, এনআরবিদের বাংলাদেশে বিনিয়োগে প্রচুর আগ্রহ থাকলেও প্রধান উদ্বেগের মধ্যে একটি হল নিটা অ্যাকাউন্ট খোলার কঠিন প্রক্রিয়া। নিটা অ্যাকাউন্ট করতে প্রয়োজনীয় ডকুমেন্ট কনস্যুলার থেকে সত্যায়িত হতে হয়। প্রধানত সত্যায়নের এই প্রক্রিয়া খুবই সময়সাপেক্ষ। নিউইয়র্কে, প্রচুর বিদেশি ফান্ড ম্যানেজার গ্লোব সিকিউরিটিজ লিমিটেডের সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। তবে তাদের প্রধান উদ্বেগ ছিল ডিএসইর তারল্য (লেনদেনের পরিমাণ)। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকৃষ্ট করতে, আমাদের ডিএসইতে তারল্য (লেনদেনের পরিমাণ) আরও বেশি থাকা দরকার। লস এঞ্জেলেসে, গ্লোব সিকিউরিটিজ লিমিটেডের ডিএমডি এবং অনেক এনআরবি বিনিয়োগকারীদের সাথে বিএসইসি চেয়ারম্যানের সাথে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনআরবি বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে বাজারের অস্থিতিশীলতা সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করে। তবে, তারা বর্তমান বিএসইসি চেয়ারম্যানের নেতৃত্বে তাদের সন্তুষ্টি এবং বিশ্বাসও প্রকাশ করেছে। জিএসএলের ডিএমডি বিএসইসি চেয়ারম্যানকে এই বিধিনিষেধ সংশোধন করার আহ্বান জানান।
সিডিবিএল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিও অ্যাকাউন্ট করার জন্য যেখানে এনআইডি বাধ্যতামূলক করা হয়েছে সেখানে পাসপোর্ট এবং জন্মনিবন্ধন দিয়েও যেন বিও অ্যাকাউন্ট করা যায় সে দাবিও জানানো হয়।
সান নিউজ/এফএআর