নিজস্ব প্রতিবেদক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের আওতায় সব ধরনের কলকারখানা বন্ধ রয়েছে। এই দুর্যোগ মুহূর্তে কোনো শ্রমিক ছাঁটাই এবং কোনো ধরনের শিল্প-কলকারখানায় লে-অফ ঘোষণা না করতে মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে আরএমজি এবং নন-আরএমজিসহ সব ধরনেরর শিল্প ও কলকারখানা মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তিনি এ অনুরোধ জানান।
করোনা মহামারি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্য দুর্যোগ উল্লেখ করে বিবৃতিতে তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাই মিলে একসঙ্গে এ দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এ বিধিনিষেধের আওতায় বন্ধ রয়েছে দেশের সব কলকারখানা।
সাননিউজ/এমএইচ