নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাব চেয়েছে দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। এজন্য সব ব্যাংকে চিঠি দেয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়, মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সমস্ত তথ্য তিন কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে।
এর আগে গত মাসে সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করতে দুদককে আদেশ দিয়েছিল আদালত। গত মাসে আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করেছিল।
সান নিউজ/এফএআর