নিজস্ব প্রতিবেদক:
সরকারের পক্ষ থেকে সীমিত আকারে দোকানপাট খোলার অনুমতি দেওয়ার প্রথম দিনে কম সংখ্যক ক্রেতা আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ।
রবিবার (১০ মে) এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
হেলাল উদ্দিন বলেন, ‘আজ থেকে আমাদের সীমিত আকারে মার্কেট এবং দোকানপাট খোলার কথা ছিল, সে অনুযায়ী বন্ধু রোড, এলিফ্যান্ট রোড, ইসলামপুর, নিউ সুপার মার্কেট, বিশাল মার্কেট কিছু কিছু মার্কেট আমরা খোলার ব্যবস্থা করেছি। কাস্টমার যে আসছে না, সেটা বলব না। মোটামুটি চলছে।’
দীর্ঘদিন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন-ভাতা সাধ্যমতো পরিশোধ করা হবে জানিয়ে হেলাল উদ্দিন বলেন, ‘আপনারা সবাই জানেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। কারণ দুই মাস যাবত আমাদের দোকানপাট বন্ধ। আমাদের সাধ্য মোতাবেক মার্কেট বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন পরিশোধ করার চেষ্টা করব।’
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জরুরি সেবা বাদে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
ব্যবসায়ীদের দাবির মুখে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গত ৪ মে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট ও শপিং মল খোলা যাবে।
তবে শেষ দিকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসে দেশের অধিকাংশ মার্কেট ও শপিং মল।