নিজস্ব প্রতিবেদক: ঈদের তৃতীয় দিনে রাজধানীর লালবাগ পোস্তা এলাকায় চামড়া বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। তবে এবারও চামড়ার দাম কম বলে হতাশা প্রকাশ করেছেন বিক্রেতারা।
শুক্রবার (২৩ জুলাই) লালবাগ পোস্তা এলাকায় চামড়া ব্যবসায়ীদের ব্যস্ত থাকতে দেখা যায় পশুর চামড়া বেচাকেনায়।
গত দুদিন ধরে এ এলাকায় জমজমাট চামড়া বেচাকেনা হয়েছে। আজ বাজারে চামড়া কিছুটা কম থাকলেও কেনাবেচা চলছে। লকডাউনের বাইরে রয়েছে চামড়া বেচাকেনা ও পরিবহন।
রাজধানীর বিভিন্ন স্থানে আজ ঈদের তৃতীয় দিনেও নগরবাসীকে কোরবানি দিতে দেখা যায়। এসব কোরবানির চামড়া নিয়ে পোস্তা এলাকায় বিক্রি করতে এসেছেন অনেকেই।
এবার চামড়ার দাম প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেন, ছোট গরুর চামড়া ৩০০ টাকা থেকে শুরু। আকার অনুযায়ী ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দামে চামড়া কেনাবেচা চলছে।
সান নিউজ/এফএআর