নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ মোট পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত মোট তিনদিন লেনদেন বন্ধ থাকবে। এরপর শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটির কারণেও লেনদেন বন্ধ থাকবে।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী বলেন, ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৫ জুলাই থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকারি বিধিনিষেধ মেনে ২৫ জুলাই রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত লেনদেন হবে।
সান নিউজ/এফএআর