নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় এক কোটি ৬০ লাখ অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য তিন কোটি ২০ লাখ টাকা।
শুক্রবার (১৬ জুলাই) সকালে চিংড়ি রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে হাতিয়ার আজমার খালে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে প্রায় এক কোটি ৬০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, উপকূলীয় অঞ্চল থেকে অসাধু চক্র রেণু চিংড়ি পোনা আহরণ করে খুলনাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে। এ রেণু ধরতে গিয়ে অন্য সব প্রজাতির মাছের পোনা নষ্ট করে আহরণকারীরা। এতে দিন দিন মাছে উৎপাদন কমে যাচ্ছে।
সান নিউজ/এসএ