নিজস্ব প্রতিবেদক: ঈদে চাপ বেড়েছে রাজধানীর ব্যাংক পাড়ায় নতুন টাকার বাজারে। ছোটদের ঈদ সেমালি দেয়া ও প্রিয়জনদের খুশি করতে বিনিময় হয় নতুন টাকার। নতুন টাকার নোট সংগ্রহে আগ্রহীরা ছুটছেন রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল ও গুলিস্তানে।
একাধিক নতুন টাকার নোট ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, তারা টাকার প্রতিটি বান্ডিলের বিমিময়ে ১০০ থেকে ১৫০টাকা পর্যন্ত নিচ্ছেন। নতুন টাকার চাহিদা বাড়লে তাদের বিনিময় হারও বাড়ে। আবার যখন নতুন টাকার চাহিদা কম থাকে তখন বিনিময় হার ও কম থাকে। তারা জানায়, মৌসুম ছাড়া তারা ৫, ১০ থেকে ১০টাকার প্রতিটি বান্ডিল ১০০টাকার নিচে হলেও দিয়ে দেন।
দেখা যায়, নতুন টাকার ব্যবসায়ীরা কাউকে দেখলেই আগ্রহী হয়ে ডাকছেন নতুন টাকা নেয়ার জন্য। এবার ঈদের জন্য পর্যাপ্ত পরিমাণ নতুন টাকার নোট সংগ্রহ করেছেন বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিক্রেতাদের একজন হাবিব জানান, লকডাউন থাকায় তারা বসতে পারেনি। তবে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে কঠোর লকডাউন শিথিল করায় তাদের বেচা-বিক্রিও বাড়বে বলে আশা করছেন। তারা ক্রেতাদের সাথে স্বাস্থ্যবিধি রক্ষায় সতর্ক রয়েছেন বলে ও জানিয়েছেন।
সূত্রে জানা যায়, এবারের ঈদে কেন্দ্রীয় ব্যাংক ৩০ হাজার কোটি টাকারও বেশি নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে।
এছাড়া প্রতি বছর কোরবানি ঈদের আগে পশু বেচাকেনায় নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় এই সময়ে বাজারে যেন নগদ অর্থের সংকট না হয় সেজন্য আসন্ন ঈদে গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানা যায়, কোরবানিতে পশু কেনাবেচায় বড় অঙ্কের লেনদেন বেশি হয়। তাই এবার ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বেশি ছাড়া হচ্ছে। পাশাপাশি আগের মতোই সমপরিমাণ বাজার থেকে অপসারণ করা হবে পুরাতন নোট।
সান নিউজ/এমএম
সান নিউজ/এমএম