বাণিজ্য
গাবতলী হাট

গরু আছে, নেই ক্রেতা

জাহিদ রাকিব

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সমানতালে বেড়েই চলছে। এদিকে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। এর মধ্যেই ট্রাকে করে কোরবানির জন্য গরু নিয়ে রাজধানীতে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। হাট ঘুরে দেখা যায় হাটের প্রতিটি শেডে গরু আছে, তবে নেই কোন ক্রেতা।

রোববার (১১ জুলাই) গাবতলী গরুর হাটে গিয়ে দেখা গেছে, সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বেপারীরা গরু নিয়ে আসছেন। তবে তাদের কাউকে হাসি মুখে দেখা যায়নি, সব বেপারীর চোখে-মুখে হতাশার ছাপ। হাটে বেচা-কেনা নেই বললেই চলে। হাটে ক্রেতার উপস্থিতি হাতেগোনা কয়েকজন।

কুষ্টিয়া থেকে আটটি গরু নিয়ে সাতদিন আগে গাবতালী হাটে আসেন মহিদুল ইসলাম। একটি গরুও বিক্রি হয়নি বলে জানান তিনি। মহিদুল বলেন, গত বছর এ সময়ে তাদের প্রায় ১০টি গরু বিক্রি হয়েছিল। আর এবার আটটি গরু নিয়ে আসলেও এখন পর্যন্ত একটিও বিক্রি হয়নি।

মানিকগঞ্জ থেকে তারা ব্যাপারী ১৬টি গরু নিয়ে আসেন গাবতলী হাটে। তিনি বলেন, আমার গরুর দাম এক লাখ ২০ হাজার টাকা, আর ক্রেতারা বলছে ৭০ হাজার, কেউ বলছে ৭৫ হাজার। এইভাবে যদি হাটে ক্রেতার উপস্থিতি না থাকে তাহলে আমরা গ্রামে ফিরে যেতে পারবো না। এখানে প্রতিদিন খরচ ৫০০ টাকা। কিভাবে কি করবো বোঝে ওঠতে পারছি না।

কুষ্টিয়ার রামকৃষ্ণপুর থেকে ১৩টি গরু নিয়ে আসেন টিপু সুলতান। প্রতিদিন এই গরুগুলোর পিছনে ৩ জন লোক লাগে, আর গরুর খাওয়া-দাওয়াসহ প্রতিদিন খরচ হচ্ছে ৫ হাজার টাকা। তিনদিন আগে আসলেও হাটে কিন্তু কোন ক্রেতার দেখা পাননি তিনি।

টঙ্গীর তুরাগ এলাকা থেকে ষাটোর্ধ্ব আলী হোসেন নামের একজন গাবতলী হাটে আসছেন গরু কিনতে। আলী হোসেন বলেন, গতবারের তুলনায় হাটে এবার গরুর দাম কম। স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, হাটে প্রবেশের সময় হাট কর্তৃপক্ষ তাদের হ্যান্ডস্যানিট্রাইজার দিয়ে দিছে।

হাটের বেচা-কেনা নিয়ে কথা হয় হাট ইজারাদার কমিটির সদস্য সানোয়ার মিয়ার সাথে। সানোয়ার মিয়া ৩২ বছর যাবত এই হাটের সাথে জড়িত। গাবতলী হাটের এমন চিত্র তিনি দেখেন নাই কখনো। তার দাবি করোনার এই দুই বছর বেচা-কেনা অর্ধেকেরও কম।

সানোয়ার বলেন, গত বছর করোনায় আমাদের সিটি করপোরেশনে ইজারা দেয়ার টাকা ওঠেনি। হাট পরিচালনার জন্য আমাদের এখানে প্রতিদিন ৮০ জনের অধিক লোক কাজ করে। এই বছর যদি বেচা-কেনা না হয় তাহলে আমাদের ব্যাপক লোকসান হবে।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

আজ বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-বেলজিয...

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় ত...

বিশ্বে বায়ুদূষণে আজ ২য় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বায়ুদূষণ...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আজ সারা দিনের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অস্থায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা