নিজস্ব প্রতিবেদক: করোনার প্রার্দুভাবের কারণে সদ্যবিদায়ী অর্থ বছরে লাভের মুখ দেখেনি মোংলা কাস্টমস হাউস। চীন নির্ভর আমদানি ও রপ্তানি কমায় এ অবস্থার সৃষ্টি হয় বন্দরটিতে।
মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, সদ্যবিদায়ী ২০২০-২০২১ অর্থ বছরে মোংলা কাস্টমস হাউসের রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৯৭৫ কোটি টাকার কিছু বেশি। গত ২০১৯-২০২০ অর্থ বছরের তুলনায় গেল বিদায়ী অর্থ বছরে ৮২৬ কোটি বেশি আয় হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০২০-২০২১ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। কিন্তু করোনার কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
তিনি আরও জানান, মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিযোগ্য বাল্ক কার্গো, ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), এলপিজ (তরল গ্যাস) ও রিকন্ডিশন গাড়ি এবং কন্টেইনারজাত পণ্যের উপর নির্ভর করে কাস্টমসের আয়ের হার। কিন্তু ২০২০-২০২১ অর্থ বছরে তুলনামূলকভাবে ১৪ হাজার ৪৭৪টি গাড়ি আমদানি কম হওয়াতে কাস্টমসের রাজস্ব আদায় কম হয়েছে।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ হোসেন আহমেদ বলেন, ২০২০-২০২১ অর্থ বছরে ৫ হাজার ১৭৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছ ৩ হাজার ৯৭৫ কোটি টাকা। এর আগে করোনা শুরুর বছর ২০১৯-২০২০ অর্থ বছরে লক্ষ্যমাত্রার ৪ হাজার ৬৯২ কোটি টাকার বিপরীতে রাজস্ব আদায় হয়ছিল ৩ হাজার ১৪৯ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ সে সময়েও রাজস্ব লক্ষ্য পূরণ হয়নি। মূলত চলমান করোনার দুই বছর ধরেই রাজস্ব আয় কম হয়েছে।
সান নিউজ/এফএআর