সান নিউজ ডেস্ক ; সময়মত কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি হারাতে হবে। এ অবস্থায় বাংলাদেশিদের জায়গায় প্রতিযোগি দেশগুলো থেকে শূন্যপদে নিয়োগ দেয়া হবে। এতে বাংলাদেশ মেরিনাররা চাকরি হারাবে, ফলে একদিকে বেকারের সংখ্যা বাড়বে পাশাপাশি বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে হবে। এ অবস্থায় জরুরী ভিত্তিতে তাদের টিকার ফ্রন্টলাইনার হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন বিশ্বের বিভিন্নস্থানে সমুদ্রগামী পণ্যবাহী জাহাজে কর্তব্যরত মেরিনাররা।
এ বিষয়ে সিঙ্গাপুরভিত্তিক ইউনিক্স লাইন নামের একটি জাহাজ কোম্পানিতে কর্মরত ক্যাপ্টেন বলেন, আমি ১৯৮১ সালে ডেক ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করি। আমাদের অফিসার এবং অন্যান্য যাদের বয়স ৪০ বছরের কম তাদের অসুবিধা হচ্ছে। কারণ, সরকারের সুরক্ষা ওয়েব সাইটে নাবিকদের জন্য কোন কলাম নাই। যার জন্য তারা নিবন্ধন করতে পারছে না।
তিনি বলেন, সবচেয়ে পরিতাপের বিষয় আমাদের প্রতিযোগি দেশ যেমন- ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ইন্ডিয়া, ক্রোয়েশিয়া ইত্যাদি বিশ্বের কোন কোম্পানিই কোভিড টিকা ছাড়া একসেপ্ট করছে না। তাতে আমাদের নাবিকরা যেমন চাকরি হারাবে, পাশাপাশি দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে।
সান নিউজ/এসএম