সান নিউজ ডেস্ক : দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আজ সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত চলবে। লকডাউনের কারণে দুই দফা সময় সূচি পরিবর্তন করে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে লেনদেন ২টা পর্যন্ত করার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে লেনদেনের নতুন এ সিদ্ধান্ত নেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত মঙ্গলবার প্রথমে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেনের সময় নির্ধারণ করা হয়। এরপর রাত ১০টায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনের সময় সূচি নির্ধারণ করা হয়।
তার এক ঘণ্টা পর আবারও রাত ১১টায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যা দুই স্টক এক্সচেঞ্জকে অবহিত করা হয়।
সান নিউজ/এনএম