নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাস সংক্রমনের বিদ্যমান পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলবে। কার্যক্রম চলবে প্রতিদিন সকল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
প্রিওপেনিং সেশন সকাল ৯ টা ৪৫ মিনিট হতে সকাল ১০টা পর্যন্ত এবং পোস্ট ক্লোজিং সেশন দুপুর ১টা হতে ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। আগামীকাল ১ জুলাই ব্যাংক হলিডে থাকায় লেনদেন বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সপ্তাহে সোমবার হতে বৃহস্পতিবার উপরোক্ত সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে। তবে রোববার ব্যাংক বন্ধ থাকায় লেনদেন বন্ধ থাকবে।
সাননিউজ/এফএআর