নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসছে কঠোর লকডাউন। আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এই লকডাউন। এরই মধ্যে লকডাউনের ধাক্কা আছড়ে পড়ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
রোববার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির ৫৯ কোটি ৫৬ লক্ষ ৫৮ হাজার ৫৩৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম কমেছে ৩০৬টি, বেড়েছে ৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার।
ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৭৪০ কোটি ১৮ লক্ষ ৯ হাজার ১০৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০০.১১ পয়েন্ট কমে ৫৯৯২.৭৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩০.৮৯ পয়েন্ট কমে ২১৬৮.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৪.৪৩ পয়েন্ট কমে ১২৮৭.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানির হলো:- বেক্সিমকো লিঃ, ডাচ-বাংলা ব্যাংক, মালেক স্পিনিং, কাট্টালী টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, অর্গন ডেনিমস, কুইন সাউথ টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, মতিন স্পিনিং ও লংকা-বাংলা ফাইন্যান্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানির হলো:- মতিন স্পিনিং, সোনারগাঁ টেক্সটাইল, অলিম্পিক এক্সেসরিজ, আর্গন ডেনিমস, জাহিন স্পিনিং, হাওয় ওয়েল টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ও শাশা ডেনিমস।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানির হলো:- রিপাবলিক ইন্সুরেন্স, সী পার্ল বীচ, পাইওনিয়ার ইন্সুরেন্স, সোনার বাংলা ইন্সুরেন্স, অগ্রনী ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, প্রগতী ইন্সুরেন্স, এস আলম কোল্ড রোল্ড, গ্লোবাল ইন্সুরেন্স, ও সাফকো স্পিনিং।
সাননিউজ/এফএআর