সান নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। বুধবার (২৩ জুন) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
লেনদেন শুরুর পর ১০টা ৪৮ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩০৯ ও ২২০৮ পয়েন্টে রয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে লেনদেন শুরুর পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০টা ৩৩ মিনিটে বেড়ে বর্তমানে অবস্থান করছে ১৭ হাজার ৭৮৪ পয়েন্টে।
সান নিউজ/এনএম