নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)তে ১৭৯টি কোম্পানির দাম কমেছে। অপরদিকে বেড়েছে ১৫৬টির। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৩৯৫ টাকা।
রোববার (২০ই জুন) ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির ৪৩ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭০১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৬০৬৯ দশমিক ৪১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২২০৭ দশমিক ৩০ পয়েন্ট হয়েছে।
এদিকে ডিএসইএস শরীয়াহ সূচক ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১২৯৬ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- পাইওনিয়ার ইন্সুরেন্স, বেক্সিমকো লিঃ, অরিয়ন ফার্মা, ন্যাশনাল ফিড মিল, বেক্সিমকো ফার্মা, ফরচুন সুজ, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, লুব-রেফ ও এনআরবিসি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল ফিড মিল, স্যালভো কেমিক্যাল, ইনডেক্স এগ্রো, ইউনিক হোটেল, আমান ফিড, ফরচুন সুজ, সাফকো স্পিনিং, খান ব্রাদর্স পিপি, রানার অটোকারস ও এনআরবিসি ব্যাংক।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল বীচ, এসকে ট্রিমস, সমতা লেদার, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিঃ ফাঃ, সেন্ট্রাল ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, নূরানী ডাইং, মুন্নো এগ্রো এন্ড জেঃ মেশিনারি, ডেল্টা ব্র্যাক হাউজিং ও রিং শাইন টেক্সটাইল।
সাননিউজ/এএসএম