নিজস্ব প্রতিবেদক: সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম কার্যকর হবে রোববার (২০ জুন) থেকে।
গত ১০ মে ও ২৩ মে দুই দফায় ভরিপ্রতি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর পর আজ ভরিতে দেড় হাজার টাকা কমালো বাজুস।
শনিবার (১৯ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানিয়েছে। বাজুস বলছে, বিশ্ব বাজারে সোনার দাম নিম্নমুখী হওয়ায় দেশীয় জুয়েলারি বাজারের দাম কমানো হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৪৯ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে।
এর আগে সকালে বাজুসের সভাপতি এনামুল হক খান বলেন, বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হবে।
দাম কমানোর বিষয়ে তিনি বলেন, আমরা চেয়েছিলাম সোমবার বিশ্ববাজারের চিত্র দেখে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেব। কিন্তু ক্রেতাদের প্রেশারের কারণে এখনই দাম কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এর মাধ্যমে আমরা ক্রেতাদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছি।
এদিকে রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৬২ টাকা বিক্রি হয়েছে।
সান নিউজ/এমআর