নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির মধ্যেই সাভার ও আশুলিয়ার আজ থেকে চালু করা হয়েছে অনেক পোশাক কারখানা। করোনা সংক্রমণ ঠেকাতে কর্মীদের মাঝে নিরাপদ দূরুত্ব বজায় রেখে কাজ করানো হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একাধিক শিফটের ব্যবস্থা করা হয়েছে।
এর বিপরীত চিত্রও দেখা গেছে। কোন কোন কারখানায় সামাজিক দূরত্ব নিশ্চিত না করে শুধু মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার ব্যবস্থা করেই শ্রমিকদের কাজে যোগ দেওয়ানোরও অভিযোগ উঠেছে। অনেক কারখানার বিরুদ্ধে। সাভার, আশুলিয়ার বিভিন্ন কারখানা ঘুরে এসব জানা গেছে।
করোনা বিস্তার ঠেকাতে ২৫ এপ্রিল পর্যন্ত সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানার বন্ধ করে রাখা হয়। গতকাল কারখানা কর্তৃপক্ষ মোবাইল ফোন এবং ক্ষুদে বার্তার মাধ্যমে শ্রমিকদের কাজে যোগাযোগ করে কাজে যোগ দিতে বলে।
কোন কোন কারখানায় সকালে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে শ্রমিকদের কারখানার ভেতরে ঢোকানো হয়। পরে হাত ধোয়া ও মাস্কের ব্যবস্থাও করে কর্তৃপক্ষ। এছাড়াও জীবাণুনাশক স্প্রে করা হয় কারখানার ভেতরে।