চট্টগ্রাম ব্যূরো : করোনাকালীন লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার আপডেট কোনো তথ্য নেই রেলওয়ে পূর্বাঞ্চলের দপ্তরে।
দপ্তরের আর্নিং এনালাইসিস রিপোর্টের তথ্যমতে, করোনা প্রাদুর্ভাব শুরুর পর গত মার্চ থেকে দুই দফায় ১১৬ দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় শুধু টিকিট বিক্রির আয় থেকেই রেলওয়ে পূর্বাঞ্চলের ক্ষতি প্রায় ২১২ কোটি টাকা।
রিপোর্টের তথ্যে উল্লেখ করা হয়, গত বছর ৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত প্রথম দফায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল ৬৭ দিন এবং দ্বিতীয় দফায় চলতি বছর ৫ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ ছিল ৪৯ দিন।
করোনাকালীন এই সময়ে সরকারি নির্দেশনায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের এই হিসাব পাওয়া গেলেও কত টাকা ক্ষতি বা আয় থেকে বঞ্চিত হয়েছে তার কোনো তথ্য দিতে পারেননি পূর্বাঞ্চলের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজর নাজমুল হাসান।
জানতে চাইলে তিনি বলেন, করোনার কারণে অফিস বন্ধ থাকায় রেভিনিউর কোনো প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি। একই কথা বলেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলমও। তবে রেলওয়ে পূর্বাঞ্চলের ২০২০ সালের জুলাই মাসের গড় হিসাব অনুযায়ী করোনাকালীন সময়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় টিকিট বিক্রির আয় থেকে ২১২ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার টাকা রেলওয়ে পূর্বাঞ্চল বঞ্চিত হয়েছে বলে জানান তিনি।
মাসিক আর্নিং এনালাইসিস রিপোর্ট অনুযায়ী রেলওয়ে পূর্বাঞ্চলে গত বছর জুলাই মাসে টিকিট বিক্রি থেকে মোট আয় ছিল ২১২ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার টাকা। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে টিকিট বিক্রির আয় ছিল ৪৫ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার টাকা এবং ঢাকা ডিভিশনে ১৭০ কোটি ৫২ লাখ টাকা।
টিকিট বিক্রির এই আয় পর্যালোচনা করলে হিসাব দাঁড়ায় দৈনিক ১ কোটি ৮৩ লাখ ২৩ হাজার টাকা। এরমধ্যে চট্টগ্রাম ডিভিশনে ৩৯ লাখ ৫৬ হাজার টাকা এবং ঢাকা ডিভিশনে ১ কোটি ৪৭ লাখ টাকা।
সান নিউজ/ আইকে/বিএস