নিজস্ব প্রতিবেদক: বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি আজ। তাই বুধবার (২৬ মে) ব্যাংকের লেনদেন কার্যক্রম বন্ধসনহ একইসঙ্গে বন্ধ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের।
তবে বৃহস্পতিবার থেকে আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
একইভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় শেয়ার বাজারে লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত।
সান নিউজ/আরএস/বিএস