নিজস্ব প্রতিবেদক: সার্ভার ত্রুটির কারণে অগ্রণী ব্যাংকের লেনদেন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এতে গ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তিতে।গত সপ্তাহের শেষ কার্যদিবসে সমস্যা শুরু হলেও তা এখনো ঠিক হয়নি। রোববার (০৯ মে) সমস্যা আরও জটিল হয়েছে। এতে লেনদেন কার্যক্রমে প্রভাব পড়ছে।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামসুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি স্বীকার করে বলেন, সার্ভারের সমস্যার কারণে লেনদেন বিঘ্নিত হচ্ছে। আমাদের সার্ভারটি অনেক পুরনো হওয়ায় এমন হচ্ছে। হঠাৎ করে কাস্টমার বেড়ে যাওয়ায় চাপ পড়ছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।
সাননিউজ/আরএম/আরএস