নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি করায় ব্যাংকের লেনদেনের সময়ও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক ঘণ্টা বেশি লেনদেন হবে।
বুধবার (০৫ মে) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। যা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, ৬ থেকে ১৬ মে পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।
এর আগে ব্যাংকের লেনদেন চলছিলো সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা রাখা হতো আড়াইটা পর্যন্ত।
সাননিউজ/আরএম/আরএস