নিজস্ব প্রতিবেদক: সরকারি বিধিনিষেধের মধ্যেই ব্যাংকের লেনদেনের সময় ৩০ মিনিট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ এপ্রিল) ও পরদিন মঙ্গলবার (১৩ এপ্রিল) আড়াই ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা লেনদেন হবে।
রোববার (১১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যা সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, আগামী ১২ এপ্রিল হতে ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো।
তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সান নিউজ/আরএম/আরআই