নিজস্ব প্রতিবেদক : সোমবার (৪ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া লকডাউনে পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। তবে পূর্ণ কার্যদিবস নয়, লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
তবে এ সময় ব্রোকারেজ হাউজে যেতে পারবেন না বিনিয়োগকারীরা। শেয়ার কেনাবেচা করতে হবে মোবাইল ফোনে বা অনলাইনে।
বিএসইসি'র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাননিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এক অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, সরকার ঘোষিত লকডাউনের মধ্যে পুঁজিবাজারের লেনদেন চলবে।
সাননিউজ/আরএম/এম