নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতে বিনিয়োগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (২৪ মার্চ) অর্থনীতি বিষয়ক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু জানি, এ বিষয়ে এখন পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত হয়নি। হলে আপনাদের (সাংবাদিকদের) জানাব।’
এর আগে ১৬ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সরকারি পর্যায়ে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং প্রকল্পে অর্থায়নের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন এ প্রকল্পে সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকের মাধ্যমে অর্থায়নের সিদ্ধান্ত হয়েছে।
সরকারি প্রকল্পের পাশাপাশি রিজার্ভ থেকে বেসরকারি খাতেও অর্থায়নের চিন্তাভাবনা করছে সরকার। এ ক্ষেত্রে বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেয়ার কথা-বার্তা চলছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
বৈঠক শেষে সাংবাদিকরা এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, রিজার্ভের অর্থ বেসরকারি খাতে বিনিয়োগ করতে হলে পৃথক একটি নীতিমালা লাগবে। এটি এখনও তৈরি হয়নি। ফলে বেসরকারি খাতে ঋণ দেয়ার বিষয়ে আপাতত কোনো চিন্তা ভাবনা নেই।
সান নিউজ/আরআই