নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে প্রবাসীদের অংশগ্রহণ সব সময়ই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়। কিন্তু নানা সময় প্রবাসী বিনিয়োগকারীরা জটিল প্রক্রিয়ার কারণে বিনিয়োগে নিরুৎসাহিত হয়ে পড়েন। সেই জটিল প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
উভয় প্রতিষ্ঠানের যৌথ এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় প্রবাসী বিনিয়োগকারীরাও অংশ নেয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের বিনিয়োগে আরও বেশি আকৃষ্ট করতে এবং প্রক্রিয়া সহজ করতে চালু করা হয়েছে ডিজিটাল বুথ। নিটা একাউন্টের মাধ্যমে আইপিও আবেদনে খরচ কমানো হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য কোটাও সরক্ষণ করা হয়েছে।
প্রবাসীদের দেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করতে সোমবার গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানির স্বাগত বক্তব্যে বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের পরিশ্রমের অর্জিত অর্থ যেন অলস না থাকে এবং তাযেন দেশের উন্নয়নের কাজে লাগে আমরা তা চাই। তাদের পাঠানো রেমিট্যান্স কীভাবে পুঁজিবাজারে যুক্ত করা যায় তা নিয়ে কমিশন কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রবাসী বিনিয়োগকারীদের জন্য আমরা ইতোমধ্যে নিটা হিসাব বা প্রবাসীরা যে হিসাবের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকেন সেটির ব্যয় কমানো হয়েছে। আগে যেখানে নিটা হিসাবে খরচ লাগত ২ হাজার ৩০০ টাকা এখন তা কমিয়ে ৫৭৫ টাকা করা হয়েছে।
গণশুনানিতে বলা হয়, ডিজিটাল বুথের মাধ্যমে প্রবাসীরা সরাসরি বিও হিসাব খুলতে পারবেন। একই সাথে করতে পারবেন লেনদেন।
গণশুনানির মাধ্যমে কমিশন পুঁজিবাজারে কী ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সেসব বিষয়সহ আলোচনা করা হয়।
সাননিউজ/আরএম/এসএম