নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা আবু ফরাহ মো. নাছেরকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৪ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. সফিউল আলম।
অবসরোত্তর ছুটি স্থগিত শর্তে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়। ৬২ বছর বয়স পর্যন্ত তিনি ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকতে পারবেন।
ফরাহ নাছেরের নিয়োগের ফলে বাংলাদেশে ব্যাংকে এখন ডেপুটি গভর্নর হলেন চারজন।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে গত মাসে অবসরোত্তর ছুটিতে যান আবু ফরাহ মো. নাছের।
সাননিউজ/আরএম/এম