নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি উপজেলায় দশ জন করে নারী উদ্যোক্তা নিয়োগ দেবে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। নিয়োগকৃতদের প্রশিক্ষণও দেবে প্রতিষ্ঠানটি। একই সাথে স্থানীয় পর্যায়ে নগদের সেবা বিতরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হবে।
সোমবার (৮ মার্চ) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে যেসব নারী স্বাবলম্বী হতে চান তাদের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে।
আগ্রহীরা আগামী ৩১ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে জীবন বৃত্তান্তসহ আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে [email protected] এই ই-মেইলে।
নগদ জানায়, নারীর ক্ষমতায়নের ধারাকে তরান্বিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
সান নিউজ/আরএম/আরআই