বাণিজ্য

সপ্তাহের ব্যবধানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ১ হাজার ২৬০ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৫৬৭ টাকা বা ৫৩ দশমিক ৯৮ শতাংশ বেশি লেনদেন হয়েছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৪১ টাকা বা ৬৮ দশমিক ৫২ শতাংশ। এই লেনদেন বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে দেখা গেছে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। উত্থানের কারণে সাপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৬ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন ফিরে পেয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৭৩ হাজার ৯৫ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৬ হাজার ১৪০ কোটি ১১ লাখ ৫৫৩ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।

গত ৫ কার্যদিবসে ডিএসইতে ৩ হাজার ৫৯৫ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ২৪৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ২৬০ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৫৬৭ টাকা বা ৫৩ শতাংশ ৯৮ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬৭৯ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসই এক্স বা প্রধান মূল্য সূচক ৯৯ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২ পয়েন্ট বা ১ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির বা ৫৪ দশমিক ২২ শতাংশের, কমেছে ১০০টির বা ২৭ দশমিক ২৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির বা ১৮ দশমিক ৫৩ শতাংশের।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০৬ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৭৪৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭০৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৩ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৪১ টাকা বা ৬৮.৫২ শতাংশ বেশি হয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৫ পয়েন্ট বা ২.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯২ পয়েন্ট বা ২.০৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৯০ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৮ পয়েন্ট বা ২.৩৬ শতাংশ এবং সিএসআই ১৭ পয়েন্ট বা ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৬৩৩ পয়েন্টে, ১২ হাজার ৩২৪ পয়েন্টে, ১ হাজার ২২২ পয়েন্টে এবং ১ হাজার ৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮টির বা ৫৫.২৬ শতাংশের দাম বেড়েছে, ৬২টির বা ২০.৩৯ শতাংশের কমেছে এবং ৭৪টির বা ২৪.৩৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস অনুষ্ঠিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

ভালুকায় মুখোশধারী নারী নেতৃত্বে সশস্ত্র ডাকাতি

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ড...

দেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করেছি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বিনিয়োগের জন্য এত অনুকূল পরিবেশ এর আগে কখনো ছিল না বলে মন্তব্য করেছ...

'বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা'

আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বিমসটেককে একটি গতিশীল প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা