নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপির আকার সাড়ে সাত হাজার কোটি টাকা কমল। যার পুরোটাই বিদেশি সহায়তার অংশ। মঙ্গলবার (০২ মার্চ ) সংশোধিত এডিপির চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে বসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি।
চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৫ হাজার ১৪৪ কোটি ৭৯ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল এক লাখ ৩৪ হাজার ৬শ’ ৪৩ কোটি টাকা। বিদেশি অর্থ সহায়তার কথা ছিল ৭০ হাজার ৫০১ কোটি ৭২ হাজার টাকা। সংশোধনের পর এ লক্ষ্য কমিয়ে ৬৩ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে সরকারি তহবিল থাকছে আগের মতোই। ফলে, সংশোধিত এডিপি’র আকার দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা।
মূল এডিপি থেকে বাদ পড়েছে ২৮ প্রকল্প আর নতুন অনুমোদন পেয়েছে ১৭২টি। নতুন পরিকল্পনায়, সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহণ খাত। এরপরে আছে পানি সরবরাহ ও গৃহায়ণ খাত। আর তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা ও ধর্ম।
সান নিউজ/এসএম