নিজস্ব প্রতিবেদক: সকল আনুষ্ঠানিকতা প্রায় শেষ হলেও আগামী ১ ও ২ মার্চ অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বীমা মেলা হচ্ছে না। অনিবার্য কারণবশতঃ মেলা বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তবে বীমা দিবসের অন্যসব আনুষ্ঠানিকতা পালন করা হবে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বীমা কোম্পানিগুলোকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আইডিআরএর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে চিঠিতে বলা হয়েছে, বীমা মেলার সকল কার্যক্রম বন্ধ থাকলেও জাতীয় বীমা দিবস ২০২১ এর অন্যান্য কার্যক্রম বহাল থাকবে।
কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) মো. আব্দুস সালাম চিঠিতে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, আগামী ১ মার্চ সোমবার সারাদেশে দ্বিতীয়বারের মতো পালিত হবে জাতীয় বীমা দিবস, ২০২১। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’।
সান নিউজ/এসএস