বাণিজ্য

‘উন্নত বিনিয়োগ সেবার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক : উন্নত বাংলাদেশ গড়তে হলে উন্নত বিনিয়োগ সেবার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ১১টি সংস্থার ৪১টি সেবা প্রদান করে আসছে। বিনিয়োগ সেবার মান উন্নত করার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি এবছরের মধ্যেই ৩৫ সংস্থার মাধ্যমে ১৫৪টি বিনিয়োগ সেবা দিতে সক্ষম হবো। যা আমাদের ইজি অব ডুয়িং বিজনেস (ব্যবসা সহজ করা) সূচকে দুই অংকের ঘরে উন্নত হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিডা ভবনে আয়োজিত বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ৪টি সেবা প্রদানকারী সংস্থার সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; নিবন্ধন অধিদপ্তর; ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

চুক্তির আওতায় বিডা অনলাইন কানেক্টিভিটি সাপেক্ষে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ১৬টি সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য বিল্লাল হোসেন বলেন, বিনিয়োগ সেবার মান উন্নত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাত রয়েছে। অধিক বিনিয়োগ মানে অধিক কর্মসংস্থান এবং উন্নয়নের পথে আরো এগিয়ে যাওয়া।

এসময় তিনি আরো বলেন, অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ, বিনিয়োগের ক্ষেত্রে বিপুল আয়জন নিয়ে অপেক্ষা করে আছে।

অনুষ্ঠানে বিডার মহা পরিচালক ওয়াহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। উপমা ফারিসার সঞ্চালনায় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা