আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক স্বর্ণ উত্তোলন ২০১৯ সালেই কমেছিল। ২০২০ সালজুড়ে করোনা মহামারীতে স্বর্ণ উত্তোলন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তবে ২০২১ সালে স্বর্ণ উত্তোলন ৫ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস গ্লোবালডাটার। খবর মাইনিং ডটকম।
চলতি বছরে বৈশ্বিক স্বর্ণ উত্তোলন ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১ কোটি ৩৯ লাখ আউন্সে দাঁড়াচ্ছে। ২০২৪ সালে তা ১২ কোটি ৪১ লাখ আউন্সে দাঁড়াবে বলে আশা করছে গ্লোবালডাটা।
যুক্তরাজ্যভিত্তিক উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠানটি আরো বলছে, ইন্দোনেশিয়া, পেরু ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো স্বর্ণ উত্তোলন চাঙ্গায় প্রধান ভূমিকা রাখবে। এ দেশগুলোতে ২০২১ সালে সম্মিলিতভাবে দুই কোটি আউন্স স্বর্ণ উত্তোলন হয়েছিল, যা ২০২৪ সালে দাঁড়াবে ২ কোটি ৫৩ লাখ আউন্সে।
চলতি বছর স্বর্ণ উত্তোলন বৃদ্ধিতে যে কয়েকটি প্রকল্প ভূমিকা রাখবে তার মধ্যে রয়েছে নেভাদায় ব্যারিক ও নিউমন্টের টারকুইজ রিজ আন্ডারগ্রাউন্ড সম্প্রসারণ পরিকল্পনা। বার্ষিক পাঁচ লাখ আউন্স উত্তোলন সক্ষমতার প্রকল্পটি ২০২২ সালের শেষের দিকে সমাপ্ত হবে। চিলিতে গোল্ড ফিল্ডসের মালিকানাধীন দ্য স্যালারিজ নর্টে প্রকল্পটিও নির্মাণাধীন রয়েছে। ৮৬ কোটি ডলারে নির্মিত প্রকল্পটির স্বর্ণ উত্তোলন সক্ষমতা সাড়ে চার লাখ আউন্স। ২০২৩ সালে প্রকল্পটিতে কার্যক্রম শুরু হবে।
২০২০ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্বর্ণ উত্তোলনে মারাত্মক প্রভাব পড়েছে। শীর্ষ ১০ স্বর্ণ উত্তোলনকারীর ছয়টিতেই সম্মিলিতভাবে উত্তোলন বছরওয়ারি কমেছে ৮ দশমিক ৪ শতাংশ। সর্বোচ্চ কমা কোম্পানিগুলো হচ্ছে ব্যারিক (১২.৩%), নিউক্রেস্ট (১৫%) ও অ্যাগনিকো ঈগল (৮.৪%)।
সান নিউজ/এসএ