বাণিজ্য

১৭ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বল্প সুদে ঋণ দিতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রায় ১৭ হাজার কোটি টাকার (২ বিলিয়ন ডলার) বন্ড ইস্যু করবে। আইসিবির এই বন্ডে বিনিয়োগ করবে সুইজারল্যান্ডের একটি ব্যাংক।

নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে শিগগিরই এই বিনিয়োগ পাবে পুঁজিবাজার।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, আইসিবির চেয়ারম্যান ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং ক্রেডিট সুইস ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রতি একটি বৈঠক হয়েছে। বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়।

বিএসইসির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই বিনিয়োগ আগামী দুই মাসের মধ্যে আসবে।

জানা গেছে, প্রথমে সাড়ে আট হাজার কোটি টাকা (১ বিলিয়ন ডলার) বিনিয়োগের কথা বলা হলেও শেষ পর্যন্ত তা দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়।

আইসিবির বিনিয়োগকৃত ঋণের সুদ সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ হতে পারে বলেও জানা গেছে। আর ঋণ পাবেন পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাননিউজকে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত একটি বৈঠকে এগুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আইসিবি প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বিনিয়োগ পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

সান নিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা