আন্তর্জাতিক ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (১৬ জুলাই ২০২০ থেকে ১৬ জানুয়ারি ২০২১) ৪৮ লাখ কেজি এলাচ রফতানি করেছে নেপাল । নেপালের রাষ্ট্রায়ত্ত ট্রেড এন্ড এক্সপোর্ট প্রমোশন সেন্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর কাঠমান্ডু পোস্ট।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই নেপালে নতুন অর্থবছর শুরু হয়। চলে পরের বছরের ১৫ জুলাই পর্যন্ত। সেই হিসাবে ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে নেপাল থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪৭ লাখ ৭০ হাজার কেজি এলাচ রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে দেশটি থেকে মোট ৩১ লাখ ৩০ হাজার কেজি এলাচ রফতানি হয়েছিল।
চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এলাচ রফতানি করে নেপাল সব মিলিয়ে ৩৮১ কোটি রুপি আয় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৬ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৬ মাসে এলাচ রফতানি বাবদ নেপালের আয় ছিল ২৫১ কোটি রুপি।
সান নিউজ/এসএ