নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির কারণে ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করেও ২০২০ সাল জুড়ে খেলাপি হওয়া থেকে রক্ষা পেয়েছেন ঋণ গ্রহীতারা। তবে চলতি বছর বাংলাদেশ ব্যাংক আর এ সুযোগ দেবে না।
বুধবার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভাটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে চলতি বছরের জানুয়ারি থেকে কেউ ব্যাংকের ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করলে তিনি খেলাপি অনলাইন প্ল্যাটফর্মে হবেন।
সূত্র জানায়, গত বছর শুরু হওয়া করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়ীদের ছাড় দেয় সরকার। আলোচ্য সময়ে (২০২০ সাল) ঋণ গ্রহীতারা কিস্তি না দিয়েও খেলাপি হওয়া থেকে মুক্ত ছিলেন। তবে এ সুবিধা দেয়ায় ব্যাংকগুলোতে অনাদায়ী টাকার পরিমাণ বেড়েই চলেছে। এ কারণে ঋণ পরিশোধ না করার সময় নতুন করে আর বাড়ানো হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান ও এ কে এম সাজেদুর রহমান, ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান আলী রেজা ইফতেখারসহ সব ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়াচ্ছে। এখন ঋণ পরিশোধে ছাড় দেয়া সময়োপযোগী হবে না।
সান নিউজ/আরএম/বিএস