নিজস্ব প্রতিবেদক : দেশের বাণিজ্যিক ব্যাংকের পরিচালক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অন্যান্য যেসব ব্যবসায় জড়িত রয়েছেন তার বিবরণী চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ব্যাংকটির মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম।
সার্কুলারে বলা হয়, ব্যাংক-কোম্পানির প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী ও তার নিম্নতর দুইস্তর পর্যন্ত কোনো কর্মকর্তাকে স্ব স্ব বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প এবং অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্যান্য বিবরণ এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণ লিখিতভাবে পরিচালনা পর্ষদের নিকট বার্ষিক ভিত্তিতে প্রদান করতে হবে।
এই বিবরণ জমা দিতে হবে প্রতি পঞ্জিকা বছর শেষের ২০ দিন অর্থাৎ পরবর্তী বছরের ২০ জানুয়ারির মধ্যে। জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্যাংকে। তবে, ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত বছরের জন্য এই বিবরণী জমা দেয়া যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত।
কর্মকর্তদের জমা দেয়া তথ্য ব্যাংকের তৎপরবর্তী পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। একই সাথে তা সংরক্ষণ করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সান নিউজ/আরএম/কেআর