নিজস্ব প্রতিবেদক : সেবা খাতের বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশের সহযোগী প্রতিষ্ঠান ও শেয়ার হোল্ডার থেকে ঋণ আনার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কার্যক্রম শুরুর ৬ বছর পর্যন্ত বিদেশি প্রতিষ্ঠানগুলো এ ঋণ আনার সুযোগ পাবে।
মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে কার্যক্রম চালানো বিদেশি মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের জন্য ঋণ গ্রহণ অনেক সহজ করে দিল কেন্দ্রীয় ব্যাংক।
এতদিন শুধু উৎপাদন খাতের বিদেশি প্রতিষ্ঠানগুলোকে এভাবে দেশের বাইরে থেকে স্বল্পমেয়াদি ঋণ নেয়ার সুযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে কার্যক্রম শুরুর ৩ বছরের মধ্যে এ ঋণ আনার সুযোগ ছিল। মঙ্গলবারের প্রজ্ঞাপনের ফলে বিদেশি উৎপাদন ও সেবা খাতের সব প্রতিষ্ঠানই কার্যক্রম শুরুর ৬ বছরের মধ্যে এভাবে ঋণ আনতে পারবে।
তবে ট্রেডিং খাতের ব্যবসাগুলোর জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের ভাষ্যমতে, এখন থেকে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ছাড়াও সেবা খাতের শিল্পপ্রতিষ্ঠানও তাদের বিদেশি সহযোগী প্রতিষ্ঠান ও শেয়ার হোল্ডারদের কাছ থেকে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ গ্রহণ করতে পারবে।
এ সুবিধা ট্রেডিং খাতের ব্যবসার জন্য প্রযোজ্য হবে না। উৎপাদন ও সেবা কার্যক্রম শুরুর পর ছয় বছর পর্যন্ত এ সুবিধা গ্রহণ করা যাবে। এতদিন তিন বছর পর্যন্ত এ সুবিধা নেয়া যেত। একই সঙ্গে বিনিময় যোগ্য বৈদেশিক মুদ্রায় এ ঋণ গ্রহণের ক্ষেত্রে সুদ পরিশোধ করা যাবে সর্বোচ্চ ৩ শতাংশ হারে।
সান নিউজ/এসএ