নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে দেশের সব নিট কারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
২৮ মার্চ শনিবার থেকে শুরু হয়ে এ বন্ধ চলবে ৪ এপ্রিল পর্যন্ত। বিকেএমইএর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বন্ধের এ সময়ে শ্রমিকদের নিজ বাসায় অবস্থান করতে করতে বলা হয়েছে। আর পরিবেশ ভালো মন্দ যাই হোক শ্রমিকরা যথাসময়ে তাদের বেতন পেয়ে যাবেন বলেও জানিয়েছে সংগঠনটি।
এর আগে ২৬ মার্চ বৃহস্পতিবার দিনগত রাতে এক বার্তায় শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।
একইদিনে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানও একই আহ্বান জানিয়েছিলেন। কারখানার অর্ডার বন্ধ আর শ্রমিকদের স্বাস্থ্যের কথা ভেবে এর পরদিনই সব নিট কারখানা বন্ধ ঘোষণা করেন তিনি।
বিকেএমইএ সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থায় শ্রমিক অসুস্থ হয়ে পড়লে এ শিল্প ঘুরে দাঁড়াতে পারবে না। এই শিল্পকে বাঁচাতে হলে অবশ্যই শ্রমিকের স্বাস্থ্যসেবার বিষয়টি আন্তরিকভাবে দেখতে হবে।
বিকেএমহএ সভাপতি সেলিম ওসমান বলেন, সবার মাঝে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থা আমার শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমি কীভাবে ঘুরে দাঁড়াবো। আমি বাসায় থেকে কারখানা চালাবো আর শ্রমিক এ অবস্থায় কারখানায় কাজ করবে এটা হয় না। আমার অর্ডার বন্ধ হয়ে আছে। এ অবস্থায় কেন শ্রমিককে কারখানায় যেতে হবে? রাস্তায় একটা আতঙ্কের মধ্যে কারখানায় যাচ্ছে তারা। এটা হয় না।
সান নিউজ/সালি